আমিনুল হক ওয়েছ- স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদের তনয়, বাংলাদেশ আওয়ামী লীগের ( উপকমিটির ) সহসম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন যুক্তরাজ্যের টাওয়ার হেমলেট কাউন্সিল অফিসে নিবাহী মেয়র জন বিগসের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন । সোমবার দুপুরে মেয়র অফিসে মেয়র জন বিগস তাকে স্বাগত জানান । সৌজন্য আলোচনায় বাংলাদেশের রাজনীতি ; সামাজিক বিষয় সহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মেয়র জন বিগস অতিথি আজিজুস সামাদ আজাদ ডন কে ক্রেস্ট গিপ্ট প্রদান করেন ।
টাওয়ার হেমলেটের মেয়রকেও আজিজুস সামাদ আজাদ ডন আওয়ামী লীগের দলীও প্রতীক নৌকা গিপ্ট উপহার দেন ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউথ এসোসিয়েশন ইউকের সদস্যসচিব ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ , কমিউনিটি নেতা মতিউর রহমান , সৈয়দপুর আদশ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান , এনামুল হাফিজ জুনেদ ও ফ্রেন্ডস অব জন বিগস মুহাম্মদ ইউছুফ কালাম সহ আরো অনেকে ।
Leave a Reply