জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডনের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসলিমদের ওপর ভ্যান উঠিয়ে দিয়ে সন্ত্রাসী হামলার পর এবার রিজেন্টস পার্ক মসজিদের বাইরে থেকে সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ। ৩০ বছর বয়সী এই যুবত ওই মসজিদের সামনে দাঁড়িয়ে অস্ত্র দুলিয়ে অপমানজনক মন্তব্য করছিল। হুমকিও দিতে থাকে। পরে দেখা যায় তার হাতে ছিল সু-হর্ন। সেটি দুলিয়েই সে হুমকি দিতে থাকে। পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করেছে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে। সেখান থেকে প্রচার করা ফুটেজে দেখা যায়, ওই যুবক উপুর হয়ে ফুটপাতে পড়ে আছে। এ সময় পুলিশ কর্মকর্তারা তার দিকে টেসার দিয়ে বৈদ্যুতিক শক দিচ্ছে। এ শকের মাত্রা হলো ৫০ হাজার ভোল্ট। পুলিশ কর্মকর্তারা বার বার মুসলিমদেরকে নামাজে ফিরে যেতে বলছেন। এর ফলে আতঙ্ক দেখা দেয়। মুসলিমরা ভয়ে শঙ্কিত হয়ে পড়েন। তারা মনে করতে থাকেন তাদের ওপর আবারো কোনো সন্ত্রাসী হামলা হয়েছে। কারণ, আটক ওই ব্যক্তির হাতে একটি চুরি বা বেসবল ব্যাটের মতো কিছু একটা ছিল। এ নিয়ে টুইটে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে পরে দেখা যায়, সে ওই মসজিদের ভিতর থেকে একটি সু-হর্ন নিয়ে তা দুলিয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, এ ঘটনাকে তারা সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখছে না।