আমিনুল হক ওয়েছ:- বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজিদ জয়কে জড়িয়ে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোশাদের প্রতিনিধি মেনদি এন সাফাদির সাথে বৈঠকের বিষয়ে বিবিসি বাংলা সেকশন কর্তৃক অসত্য সংবাদ পরিবেশনের প্রতিবাদে সেন্ট্রল লন্ডনের বিবিসি বাংলা বিভাগের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃত্বে প্রবাসী বাঙ্গালীরা। বিবিসি বাংলাবিভাগ কর্তৃক মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদ জানাতে সকাল থেকেই বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙ্গালীরা এসে সমবেন হন পর্টল্যান্ড প্লেসের জোন-এ বর্ডকাষ্টিং হাউজ বিবিসি বাংলা বিভাগের সামনে। স্থানীয় সময় দুপুর দু‘টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এক ঘণ্ঠা বিবিসি‘র সামনে অবস্থান করে এর প্রতিবাদ করেন সর্বস্থরের প্রবাসী বাঙ্গালীরা। এসময় বিবিসি কর্তৃক প্রচারিত প্রতিবেদনের সঠিক তথ্য তুলে ধরতে এবং প্রচারিত প্রতিদেন প্রত্যারের দাবী জানিয়ে সমাবেসে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ মহিলা আওয়ামীলীগ ঘাতক-দালাল নির্মুল কমিটি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে একটি স্মারক লিপি প্রদান করা হয় বিবিসি কর্তৃপক্ষ বরাবরে। বিবিসি‘র পক্ষে স্মারক লিপি গ্রহন করেন একজন কর্মকর্তা।