জগন্নাথপুর২৪ ডেস্ক::
লন্ডনের নিউবাড়ি পার্ক এলাকায় বাংলাদেশি একটি পরিবারের ঘরের দরজা জানালা ভেঙ্গে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড ও অনেক মূল্যবান জিনিস চুরি করেছে দুর্বুত্তরা।
গৃহকর্তা হানিফ মোহাম্মদ মুকুল জানান, তিনি পরিবার নিয়ে অন্যতম বাঙ্গালীপাড়া ইলফোর্ডের নিউবাড়ি পার্ক এলাকায় প্রায় তের বছর যাবৎ বসবাস করছেন। নিজের একটি ক্যাফে ব্যবসাও রয়েছে। ঘটনার দিন বিকেলে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। ৩/৪ ঘন্টা পর ফিরে এসে দরজা খোলার চেষ্টা করলেও খুলতে না পেরে ঘরের পেছনে গিয়ে দেখতে পান পিছনের জানালাটির নিচের অংশ অনেকটা ভাঙা। পরে ঘরে ঢুকে দেখতে পান সব কিছু এলোমেলো। বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে।
গৃহকর্তা মুকুল বলছেন, কারো সাথে শত্রুতা না থাকা সত্ত্বেও এরকম চুরি উদ্বেগের বিষয়। কেউ আগে থেকেই টার্গেট করে ঘটনা ঘটিয়েছে। চুরি যাওয়ার ঘটনায় আশপাশের পরিবারের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
সূত্র : 2A অনলাইন