স্টাফ রিপোর্টার:: লন্ডনে বসবাসরত পাটলী ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হলেন পাটলী ইউনিয়নের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হক। বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেন ক্যাফে গ্রীল রেষ্টুরেন্টে পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক এর সন্মানে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি এনামুল হক এর সভাপতিত্বে ও রাজনীতিবীদ যুব সংগঠক এমদাদুল হক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক। স্বাগত বক্তব্য রাখেন, আবুল মনসুর রুমেল। সভায় উপস্থিতি ছিলেন,হিথ্রো আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ,সহ-সভাপতি আঙ্গুর মিয়া,রউফ হোসাইন,প্রভাকরপুর গ্রামের হান্নান মিয়া,ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির,চাঁনপুর গ্রামের এনামুল ইসলাম,কবিরপুর গ্রামের নুরুল হক, আসামপুর গ্রামের আবুল কালাম,বনগাঁও গ্রামের আবুল হাসনাতমুহিব হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সিরাজুল হক যথেষ্ট উন্নয়ন করেছেন। তাঁর উন্নয়ন কর্মকান্ডে পাটলী ইউনিয়ন এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগন তাকে আবারও নির্বাচিত করেছে বলে মন্তব্য করে বলেন, সিরাজুল হক এর সুনাম পাটলী ছাড়িয়ে পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ছে। তিনি চেয়ারম্যান সিরাজুল হক এর সফলতা কামণা করেন।