জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্র সফর শেষে গত মঙ্গলবার যুক্তরাজ্য সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি স্থানীয় আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। এমসয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পাওয়া বেশীরভাগই ছিলেন সিলেটী।
লন্ডনে শেখ হাসিনার সাথে সাক্ষাতের সুযোগ পাওয়া সিলেটীরা হচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, জনসংযোগ সম্পাদক রবিন পাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী, উপ প্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলাতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার এনামুল হক, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমি, যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক, যুক্তরাজ্য তাতী লীগের আহবায়ক এমএ সালাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামাল।
এসময় তারা সিলেটের বিভিন্ন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।
Leave a Reply