আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: লন্ডনে জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউ.কের সাধারণ সভা মোহাম্মদ আলী আকাশের স্পিকারের দায়িত্ব পালনের মাধ্যমে শুরু হয় । মঙ্গলবার ( ১০ মে ) ট্রাস্টের পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল হক বাদশা, নূর আলী, আশিকুর রহমান ও আবু তাহেরের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শফিকুর রহমান ।
সভায় বক্তব্য রাখেন – ট্রাস্টি্র আব্দুল মতিন লাকী , জুনেদ আহমদ , সেলিম আহমদ, ওসমান রকীব, মোঃ আতর আলী, শামসুল ইসলাম রাজন , রবিউল
আলম, সুমন আহমদ, শাহিন আহমদ, জয়নাল মিয়া , ওয়ারকান আহমদ, রুম্মান আহমেদ , সুমন তালুকদার , আনোয়ার হুসেন, মাছুমুর রহমান , মশিউর রহমান ও তুহিনুর আহমদ প্রমূখ ।
সভায় রমজান মাসে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা , হবিবপুর ফুটবল একাডেমিকে জার্সি প্রদানসহ কয়েকটি সিদ্বান্ত গৃহীত হয়।