আমিনুল হক ওয়েছঃ-জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের কার্যকরি কমিটির বার্ষিক সাধারণ সভা পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া। আব্দুল হক জমির এর পরিচালনায় সভায় সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের বিবরণ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু, সংগঠনের ট্রাষ্টি গোলাম মতুর্জা, নূরুল হক লালা মিয়া, আব্দুল আলী রউফ, সাজিদ মিয়া, এম এ জাকির, মকলুছ মিয়া, আশিক চৌধুরী, আব্দুন নূর, আব্দুল হক জমির, সাজ্জাদুর রহমান, এম ইলিয়াস, ফারুক মিয়া, আঙ্গুর আলী, আজাদ আলী, হাজী ফারুক মিয়া, সালমান কে চৌধুরী, ইকবাল হোসেন, আব্দুল হালিম, আজম খান, এসকে ইসতাব উদ্দিন আহমদ, বাদশা মিয়া, সয়ফুল আলম বব, ফয়জুর রহমান, সালেম রহমান, সাজিদুর রহমান খুরেশী, গয়াস মিয়া সহ অনেকে।
সভায় বক্তারা বিগত দিনে ট্রাষ্টের মাধ্যমে উপজেলার বিদ্যালয় সমূহে বৃত্তি বিতরন করায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে ট্রাষ্টের মাধ্যমে আরো ব্যাপকভাবে অসহায় গরিব মেধা ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতার করার আশ্বাষ প্রদান করেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।