সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আলহাজ্ব আব্দুল মনাফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এশার নামাজের পর মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ আমিনুল ইসলাম রিয়াজ। জানাজায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জগন্নাথপুরীসহ বাঙালী কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের শত’শত লোজন অংশ নেন।
কাল বৃহস্পতিবার মেয়র আব্দুল মনাফের মরদেহ দেশে আসছে। মরহুমের সঙ্গে মেয়রের স্ত্রী, বড় ছেলে মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ শোয়েবসহ আত্মীয় স্বজনরা মরদেহ নিয়ে আসছেন বলে মরহুমের স্বজনরা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ায়ী রাতে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আব্দুল মনাফ মৃত্যুবরণ করেন।
Leave a Reply