- লন্ডন প্রতিনিধি- যুক্তরাজ্য বসবাসরত জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে জগন্নাথ পুর উপজেলা কালচারাল ফোরাম” নামে একটি সাংস্কৃতিক ও আর্ত-সামাজিক সংগঠন গঠিত হয়। জনপ্রিয় গীতিকবি সৈয়দ দুলালের পরিচালনায় ও গীতিকবি সিজিলুর রহমান খানের সভাপতিত্বে গতকাল লন্ডনের বাঙালী হোয়াইট চ্যাপেলের সোনার গাঁ রেস্টুরেন্টে যুক্তরাজ্যে অবস্থিত গীতিকবি,শিল্পী ও সঙ্গীতানুরাগীদের নিয়ে “জগন্নাথ পুর উপজেলা কালচারাল ফোরাম” নামে একটি সাংস্কৃতিক ও আর্ত-সামাজিক সংগঠন গঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে জননন্দিত গীতিকবি সৈয়দ দুলাল কে সভাপতি,শাহ টুনু মিয়াকে সাধারণ সম্পাদক,সংগীতারাগী আব্দুল খয়ের বসর কে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিস্ট দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়।
সংগঠনটির অন্যরা হলেন : সহ-সভাপতি : আদুল আশিক,ফেরদোস মিয়া,ইমন লিটন, আলী হোসেন
যুগ্ম-সম্পাদক : শেখ মোফাজ্জল হোসেন,বাউল রকি,
আবারক আলী।
সাগঠনিক সম্পাদক : সৈয়দ আব্দুল মজিদ, কুতুব উদ্দিন জুয়েল,
আব্দুল ওয়াহিদ,মানিক মিয়া।
সংস্কৃতিক সম্পাদক : অধীন আব্দুল লতিফ,ফয়জুল হক,
আব্দুল কাইয়ুম, সাজ্জাদ মিয়া।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : সৈয়দ হিলাল সাইফ,
তথ্য ও গবেষণা সম্পাদক : আবু সুফিয়ান চৌধুরী আন্তর্জাতিক সম্পাদক : মাজহারুল ইসলাম জীবন
সদস্য : সবুজ,সৈয়দ তুহেল,সৈয়দ হাসন আলী, শেখ মাসুদ,আনোয়ার খান, সাদেক কামালী, ইমরান হোসেন। কমিটি গঠন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েসনের সহসভাপতি সৈয়দ নাহাস পাশা,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সত্যবাণী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক ছাত্র নেতা
সৈয়দ আনাস পাশা, সাবেক ছাত্র নেতা
টাওয়ার হেমলেটসয়ের সাবেক ডেপুটি মেয়র শাহিদ আলী,
বিশিষ্ট কণ্ঠ শিল্পী আলাউর রহমান, সৈয়দ হাসন আলী,
আনোয়ার খান (সঙ্গীতানুরাগী),সৈয়দ তুহেল মিয়া সৈয়দ জামিল
প্রমুখ সংগঠনের উপদেষ্টারা হলেন :সিজিলুর রহমান খান (উপদেষ্টা মন্ডলীর সভাপতি), মো : আব্দুল মান্নান,মো : আলাউর রহমান, খালিক মল্লিক।