ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়ন ছাত্রলীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী সায়েম বখত (৩২)’র রহস্যজনক মৃত্যু ঘটেছে। রবিবার বাংলাদেশ সময় সাড়ে ৪ টায় তার মৃতদেহ পূর্ব লন্ডনের রোহান রোডের তার স্ত্রীর বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সায়েমের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সায়েম চরমহল্লা ইউনিয়নের শাখাইতি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়ার পুত্র।
জানা যায়, ২০১৩ সালের ২২ অক্টোবর যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী এক
যুবতীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সায়েমের। প্রায় দেড় বছর আগে সায়েম যুক্তরাজ্যে গিয়ে তার স্ত্রীর বাসাতেই বসবাস শুরু করে। সম্প্রতি সাংসারিক বিরোধের জের ধরে এক কন্যা সন্তানের জনক সায়েম ও তার স্ত্রী পৃথকভাবে বসবাস করতে থাকে এবং তাদের মধ্যে ছাড়াছাড়ির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে আসে। শনিবার তার কন্যার আমন্ত্রনে সায়েম তার স্ত্রীর বাসায় যায়। রবিবার সকালে ওই বাসায় এম্বুলেন্স ডাকা হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ ওইবাসা থেকে সায়েমের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং সায়েমের স্ত্রীকে গ্রেফতার করে।