যুক্তরাজ্য প্রতিনিধি : এলাকার আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং প্রবাসী ইসহাকপুরবাসীর সাথে সু-সম্পর্কের সেতুন বন্ধন সৃস্টির লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত ‘গ্রেটার ইসহাকপুর ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৭ মার্চ সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ মুরব্বি কমিউনিটি নেতা আব্দুল আলী রউফের সভাপতিত্বে ও শাহ জিল্লুল করিমের পরিচালনায় সভায় বৃহত্তর ইশাকপুরের ‘পশ্চিম পাড়া-দুর্গাপুর, শাসননবী, রতিয়ার পাড়া, বাউর কাপন‘ এলাকার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন কাছা মিয়া, জিলু মিয়া কামাল, সৈয়দ চান্দ আলী, ইসলাম উদ্দিন, সমর আলী, আবুল কাহার, আব্দুস সালাম, সিরাজ মিয়া, জানফর আলী, লাকী মিয়া, শাহ রেজাউল করিম, আব্দুল ওয়াহিদ, আব্দুল হান্নান, সাদেকুল হক ইমরুল, মো: দিপন প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য সংগঠনের কমিটি গঠন। নব নির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মো: ইসলাম উদ্দিন, সহ সভাপতি রেজাউল করিম, জিলু মিয়া (তৈমুছ আলী), সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ট্রেজারার মো: সমর আলী, সহ ট্রেজারার জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া, প্রচার সম্পাদক সাদিকুল হক, সহ প্রচার সম্পাদক সাব্বির মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: শহিদুজ্জামান, সহ শিক্ষা সম্পাদক মো: নূর হোসেন, ক্রিড়া সম্পাদক আনাস উদ্দিন, সহ ক্রিড়া সম্পাদক লাকি মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, হেলথ এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারী মো: সুফি খান।
উপদেষ্টা কমিটির সদস্যগন হচ্ছেন প্রধান উপদেস্টা আব্দুল আলী আলী রউফ, উপদেস্টা সৈয়দ চান্দ আলী, জিল্লুল করিম, হারুন খান, আব্দুল ওয়াহিদ, আসমত উল্লাহ সফিক মিয়া।
এদিকে সভায় উপস্থিত ট্রাস্টিদের কাছ থেকে বার্ষরিক ১শত পাউন্ড করে বার্ষরিক ফি ১৯শ পাউন্ড কালেকশন করা হয় এবং আগামী ৭দিনের মধ্যে বাকী ২১জনের বার্ষিক ফি ট্রেজারের কাছে প্রদানের সিদ্ধান্ত হয়।
Leave a Reply