যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রবাসী নেতা-কর্মীদের সঙ্গে কোরবানির ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। পূর্ব লন্ডনের ফেয়ারলোপ ওয়াটার কান্ট্রি পার্কে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে শুক্রবার ঈদ হলেও যুক্তরাজ্যের মুসলমানরা ঈদ করেছেন বৃহস্পতিবার।
খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানও অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপির সকল নামে মামলা দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঠিক মত ঘুমাতে পারে না। কোথায় ঘুমাবে? দেশে কোনো মৌলিক অধিকার নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম