আধুনিক দাসপ্রথার অভিযোগে ব্রিটেনে কারি কিং খ্যাত এনাম আলীকে গ্রেপ্তার করেছে সারে পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা কাজ করিয়ে কোনো বেতন দেওয়া হয়নি।
থাকতে দেওয়া হয়েছে বাজে পরিবেশে। দেওয়া হয়নি ছুটিও। এমনকি পাঁচ বছরের ভিসার মেয়াদ শেষ হলেও তাকে অবৈধভাবে রেখে দেওয়া হয়েছে।এক বাংলাদেশি কর্মীর এমন অভিযোগের প্রেক্ষিতে এনামের রেস্তোরাঁয় পুলিশি অভিযান চালানো হয়। কর্মীদের আধুনিক দাসত্বে বাধ্য করার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এনাম আলীর বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে।
এনাম আলী যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির তহবিলদাতা ও সাবেক দুই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন, থেরেসা মে এবং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিত। গ্রেপ্তারের পর এনাম আলীকে মুক্তি দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এনাম আলী। শনিবার রাতে এনাম আলী দ্য মেইলের কাছে দাবি করেছেন, অভিযোগ তোলা কর্মী ২০১৫ সালের মে মাস পর্যন্ত পূর্ণ পারিশ্রমিকে লি রাজ-এ সহকারী শেফ হিসেবে কাজ করতেন।
সৌজন্যে কালের কণ্ঠ