জগন্নাথপুর২৪ ডেস্ক::
লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ ময়নুর রহমান বাদশা মিয়া (৬৭) ও শেখ একবালুর রহমান বাহার মিয়া (৫০) নামে সিলেটের বিশ্বনাথ উপজেলার আপন দুই ভাই মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামে। দু’ভাইয়ের মধ্যে প্রথমে করোনা আক্রান্ত হন শেখ ময়নুর রহমান বাদশা মিয়া। ক’দিন পর তার ছোট ভাই শেখ একবালুর রহমান বাহার মিয়ারও করোনা পজিটিভ হন। তাদের উভয়কেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার (২২ জানুয়ারী) বাংলাদেশ সময় দুপুর ১২টায় হাসপাতালেই শেখ ময়নুরর রহমান বাদশা মিয়া মারা যান। এর একদিনের ব্যবধানে গতকাল রবিবার (২৪ জানুয়ালী) রাত ৯টায় শেখ একবালুর রহমান বাহার মিয়াও হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেশে থাকা তাদের আপন ফুফাতো ভাই বিশ্বনাথের শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান।