জগন্নাথপুর২৪ ডেস্ক::
লন্ডনে ভ্রমণে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে তৃতীয় বাংলাদেশি লন্ডনে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, তিনি মাসকয়েক আগে তার নাতনীর বিয়েতে যোগ দিতে লন্ডনে এসেছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণে (বর্নমাউথ সি) গিয়েছিলেন তিনি। ওই দিন পিকনিক থেকে ফেরার পরপরই তিনি ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন।
সোমবার তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
লন্ডনে তার এক পুত্র সন্তান বসবাস করছেন। আরেক ছেলে বাংলাদেশে বসবাস করছেন। তিনি মাহমুদ ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
Leave a Reply