Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে আলোচনা সভায় এমএ মান্নান দেশ এখন উন্নয়নের মহাসড়কে

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘বাংলাদেশ সামনের দিকে এগুচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বেড়েছে। দেশের প্রত্যেকটি জনপদে এখন উন্নত যোগাযোগ ব্যবস্থা ও টেলি কমিউনিকেশনের ব্যবস্থা হয়েছে। সরকার নগর, শহরের পাশপাশি সমানভাবে গ্রামাঞ্চলের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। সরকারের নিজস্ব ক্ষমতায় পদ্মাসেতুসহ বড় বড় উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। অর্থাৎ দেশ এখন উন্নয়নের মহাসড়কে।’
বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন সিটিতে ‘দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান, হরমুজ আলী, সৈয়দ আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।

Exit mobile version