Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে বৃটিশ বাংলাদেশীরা

যুক্তরাজ্য প্রতিনিধি-:বিশ্বকাপের বাংলাদেশের ত্রিকেট টিমের টাইগাররা বিজয় লাভ করায় লন্ডনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে বৃটিশ বাংলাদেশীরা।গত সোমবার ৯মার্চ লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পাকের্র কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাটি বি্রকলেইন হ্যানবারী স্টীট হয়ে বি্রকলেইন এ এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়
এতে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন দীর্ঘদিন পর বাংলাদেশের খেলোয়াররা খেলায় ধারাবাহিকতা ফিরে পাওয়ায় প্রবাসীরা আনন্দিত। বক্তারা বাংলাদেশ দলকে অভিনন্দন জানান!বক্তারা বলেন এ বিজয়ে সারাদেশের মানুষের সাথে লন্ডন প্রবাসীরা অত্যন্ত আনন্দিত।
এতে আরো উপস্থিত ছিলেন আব্দুল বাছিত বাদশা , জামাল খান, জিয়াউল ইসলাম জিয়া, দেলোয়ার হোসেন , শেখ মনসুর রহমন,শাহীন, ফয়সল হোসেন সুমন, তামিম আহমদ সহ আরো অনেকে।

Exit mobile version