জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গ্রিনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের পর অগ্নিনিরাপত্তা আতঙ্কে লন্ডনে কয়েকটি হাউজিং এস্টেট থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। ক্যামডেনে চালকোট এস্টেটের ৫টি টাওয়ার থেকে প্রায় ৮০০ পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিল নেতা জর্জিয়া গোল্ড বলেছেন, ওইসব ভবনে অগ্নিকা-ের নিশ্চয়তা নেই, অগ্নিনির্বাপকরা এমন সতর্কতা দেয়ার পর এসব পরিবারকে সরিয়ে অস্থায়ী আবাসনে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার এ জন্য বড় ধরনের অভিযান চালায় কর্তৃপক্ষ। সরিয়ে নেয়া পরিবারগুলোকে আবাসনের ব্যবস্থা করতে স্থানীয় কাউন্সিল হোটেল বুকিং দেয়। কিন্তু তারপরও একটি অবসর কেন্দ্রে এয়ার ব্যাগের ওপর রাত কাটিয়েছেন প্রায় ১০০ বাসিন্দা। বলা হয়েছে, এসব ভবনও পশ্চিম লন্ডনে গ্রিনফেল টাওয়ারের মতো ঝুঁকিপূর্ণ। ২০১৫-১৬ সালে গ্রিনফেল টাওয়ারের নবায়ন কাজ করেছিল রাইডন নামের একটি প্রতিষ্ঠান। ওই একই প্রতিষ্ঠান ২০০৬ ও ২০০৯ সালে চালকোট এস্টেটের নবায়ন কাজ করে। ওই ভবনগুলোতে যে গ্যাস পাইপ প্রবেশ করেছে তার ইনসুলেশন নিয়ে উদ্বেগ রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
Leave a Reply