Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনের রেডব্রিজের ডেপুটি স্পীকার নির্বাচিত হলেন জোৎস্না ইসলাম

যুক্তরাজ্য অফিস : যুক্তরাজ্যের লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি স্পীকার নির্বাচিত হলেন কাউন্সিলর জোৎস্না ইসলাম।
কাউন্সিলর জোৎস্না ইসলাম বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি দায়িত্ব গ্রহণকারী রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলর জোৎস্না ইসলাম সবার সহযোগিতা কামনা করেছেন।

মা বাবার ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ এবং ব্রিটেনে শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উঠেন। বাংলাদেশে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয়ে লেখাপড়া করেন।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী ছিলেন তিনি। স্থানীয় ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পদক অর্জন করেন।
১৯৮৬ সালে লন্ডনে ফিরে এসে লোকাল গভর্নমেন্টে চাকুরীর পাশাপাশি এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি বেঙ্গলি পোর্টস কাউন্সিল, বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন
সোস্যাল সার্ভিসের জন্য টিভি প্রোগ্রাম, গ্রেটার সিলেট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল, লন্ডনে রেডব্রিজ বৈশাখী মেলা ট্রাষ্টের গুরুত্বপূর্ণ পদে কাজ করেন |
সিনেবাজ ফিল্ম প্রোডাকশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ লন্ডনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

উল্লেখ্য মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়নের উত্তরমুলাইম গ্রামের মেয়ে জোৎস্না ইসলাম।
তিনি মরহুম আলহাজ আব্দুর রহমান (মন্নাফ মিয়া) ও বেগম মুহিবুন্নাহারের মেয়ে।

কাউন্সিলর জোৎস্না ইসলামের স্বামী কাউন্সিলর সাম ইসলাম। তাদের এক ছেলে ও এক মেয়ে।
জোৎস্না ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।

Exit mobile version