জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইস্ট লন্ডনের বাঙালী পাড়া বলে খ্যাত ব্রিকলেইনে শুক্রবার বিকেলে একটি ছুরিকাহতের ঘটনা ঘটেছে। চিকসেন্ড স্ট্রিটে ১৭ বছরের এক কিশোরকে পেটে চুরি মেরে আহত করা হয়। ২৬ বছর বয়সের হামলাকারী ঘটনার পর পর দৌঁড়ে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে পুলিশ এসে ছুরিকাহত কিশোরকে হাসপাতালে নিয়ে গেছে। অন্যদিকে হামলাকারীর সন্ধ্যানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কি কারণে এবং কেন এই কিশোরকে ছুরিকাহত করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। তবে আহত এবং হামলাকারী দু’জনই বাঙালী বলে জানা গেছে। আহত কিশোর ব্রিকলেনের পেটিকোট লেইনের বাসিন্দা বলে জানা যায়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে চালু হওয়ায় পাবলিক স্পেস প্রোটেশন অর্ডার সম্পর্কে অবহিত করতে বিকেলে ব্রিক লেইন ঘুরেছিলেন নির্বাহী মেয়র জন বিগস। আর শুক্রবার বিকেলেই ব্রিকলেন এলাকায় ছুরিকাহত হয়েছে এক বাঙালী কিশোর।