Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনের বাড়িটি একটি শর্তে ১০০ টাকায় বিক্রি হবে!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক বাড়ি করার শখ কার না আছে। আর শখের বাড়ি যদি হয় মাত্র ১০০ টাকায় তাহলে কে না আগ্রহী হয়। সেটা আবার যদি হয় খোদ লন্ডনে। যারপরনাই খুশি হবেন নিশ্চয়ই। বিষয়টি একেবারে অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটতে যাচ্ছে লন্ডনে।

লন্ডন শহরের দক্ষিণ-পূর্ব এলাকা স্যান্ডারল্যান্ড বিভাগের আশব্রুক শহরের একটি বাড়ি মাত্র ১ পাউন্ড বা ১০৫ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন বাড়িটির মালিক। তবে ১ পাউন্ডে বিক্রির ঘোষণা দিলেও সোমবারের নিলামে যদি অন্য কেউ বেশি দাম দেয় তাহলে বাড়িটি তাকেই দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। খবর ডেইলি মেইলের।

কিন্তু বাড়িটি বিক্রির জন্য মালিক অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছেন। বাড়িটি যিনি কিনবেন তাকে বাড়ির ভেতরে দেখতে দেয়া হবে না। কেনার পর বাড়িটির চাবি বুঝে নেয়ার পেয়ে সব দায়দায়িত্ব নতুন মালিককেই নিতে হবে।

মালিকের এমন শর্তে বাড়িটি কিনতে আগ্রহী অনেকেই হতভম্ব হয়ে পিছিয়ে যাচ্ছেন।

নিলামে তোলা বাড়িটিতে যথেষ্ট স্বাস্থ্য ঝুঁকি ও প্রাকৃতিক ঝুঁকি রয়েছে বলে নিলামে উল্লেখ করা হয়েছে।

যে কেউ বাড়িটি কিনতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। তবে বাড়িতে প্রবেশের আগে অবশ্যই বাড়ির দায়দায়িত্ব নেয়ার চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
সুত্র-যুগান্তর

Exit mobile version