ব্রিটেনের লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের বেথনাল গ্রীন ওয়ার্ডে লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর আহবাব হোসেনকে সংবর্ধনা দিয়েছে দি এইডেড হাই স্কুল।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি পুরকায়স্থের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ডা. মহিউদ্দিন, সৈয়দ মুজিব, কানাই দত্ত, এডভোকেট ফুরাহিম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংবর্ধিত অতিথি কাউন্সিলর আহবাব হোসেন দি এইডেড হাই স্কুলে তার শিক্ষাজীবনের স্মৃতি মন্থন করেন।
অনুষ্ঠানে ক্রেস্ট এবং ফুল দিয়ে তাঁকে বরণ করা হয়।
এদিকে, দুপুরে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কাউন্সিল আহবাব হোসেনকেও সংবর্ধনা দেয়া হয়েছে।
মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ কলেজের প্রিন্সিপাল সুজাত আলী রফিক, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের মোহাম্মদ শাহানূর ও ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply