মুহাম্মদ শাহেদ রহমান, লন্ডন থেকে :
লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এডিশনাল রেসট্রিকশন গ্র্যান্টস এর এই স্কিমের অধীনে
সম্প্রতি সরকার আরো ৭শত হাজার পাউন্ড বরাদ্দ দিয়েছে। এটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কিছু নির্ধারিত প্রতিষ্ঠানের জন্য আরেকদফা গ্রান্ট ।
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস সংবাদ সম্মেলন করে এডিশনাল রেসট্রিকশন গ্র্যান্টস ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার অনুরুধ জানিয়েছেন।
বুধবার ( ৯ ফেব্রুয়ারি ) টাউন হলে সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলা মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র জন বিগস ও ডেপুটি মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান।
মেয়র জন বিগস বলেন- ক্রিস মাসের জন্য রেস্টুরেন্টগুলো যখন প্রস্তুত হচ্ছিল তখন ওমিক্রন ভ্যারিয়েন্ট এসে হানা দেয়।
এই অতিরিক্ত ফান্ড শুধু রেস্টুরেন্টগুলোর জন্যই নয়- জিম, স্পোর্টস ও পারসোনাল কেয়ার সেক্টরকেও প্রণোদনা দেবে।
আশা করি এই ফান্ড দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।
উল্লেখ্য যেসব প্রতিষ্ঠান এই গ্র্যান্টের জন্য আবেদন করতে পারবে,
১. নির্দিষ্ট রেন্ট প্রদানকারী রেস্টুরেন্ট, জিম, স্পোর্টস ও পারসোনাল কেয়ার সেক্টর যেমন- হেয়ার ড্রেসিং, বিউটি সেলুন, বডি কেয়ার, ম্যাসেজ সেন্টার, সনা, স্পা ইত্যাদি।
২. ৩০ ডিসেম্বর ২০২১ ইং তারিখেও তারা ব্যবসার জন্য খোলা ছিল।
এডিশনাল রেসট্রিকশন গ্র্যান্টস নামে চালুকৃত এ গ্র্যান্টের জন্য আবেদনের শেষ তারিখ
১৫ ফেব্রুয়ারির ২০২২। কাউন্সিলের ওয়েভ সাইটে গিয়ে এডিশনাল রেসট্রিকশন গ্র্যান্টস এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।