জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: টাঙ্গাইল ৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে হাসান ইমাম(সোহেল হাজারী)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
সোহেল হাজারী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও কালিহাতী উপজেলা সাবেক চেয়ারম্যান।
ইতোমধ্যে উপ-নির্বাচনের তফসিল সংশোধন করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী ২৮ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১৩ অক্টোবর পর্যন্ত, প্রত্যাহার করা যাবে ২১ অক্টোবর অবধি।
উল্লেখ্য, পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন আবদুল লতিফ সিদ্দিকী। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।