স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত ১৭ ডিসেম্বর রোববার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে অভিভাবক সদস্য হিসেবে ২১১ ভোটের মধ্যে এমদাদুল হক পেয়েছেন ১২৮ ভোট, মাহবুব হোসেন জীবন পেয়েছেন ১১৯ ভোট, মুতাহার আলী নুনু পেয়েছেন ১১৫ ভোট, কামরুজ্জামান পেয়েছেন ১০৭ ভোট, এবং কোন প্রতিদ্বন্ধি না থাকায় মহিলা সদস্য হিসেবে আশেনারা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ২২ ডিসেম্বর শুক্রবার কোন প্রতিদ্বন্ধি না থাকায় মাহবুব হোসেন জীবন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার অরুপ কুমার রায়, এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, এবং রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছলাম উদ্দিন ফকির প্রমুখ।