জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দেশে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা। রোববার(১০ মে’২০১৫) থেকে দেশের গ্রাহকগণ এই সুবিধা ভোগ করতে পারেবন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা এবং ফেসবুকের উদ্যোগে এই সেবা চালু হচ্ছে।
ইন্টারনেট ডট ওআরজির (internet.org) প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টাল এবং কিছু সংবাদপত্রসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে লগইন সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট এর আওতায় আসবে।রোববার সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এছাড়া ফেসবুক ও রবির কর্মকর্তাগণ উপস্থিত থাকেবন।