স্টাফ রিপোর্টার:: রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী স্মরণ অনুষ্ঠানের যোগদিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে জগন্নাথপুর আসছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ৮ নভেম্বর মরমী সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী অনুষ্ঠানে যোগদিতে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বর্তমান সরকারের প্রবীণ মন্ত্রী সিলেটের কৃতিসন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আমন্ত্রন জানান। মন্ত্রী এতে রাজি হওয়ায় সংস্কৃতিমন্ত্রনালয়ের আমন্ত্রনে রাধারমণ দত্তের স্মরণ উৎসবে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করা হয়। স্মরণ উৎসবে বিশেষ অতিথি করা হয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে। তাদের সাথে এই স্মরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন ্রসুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা সাংসদ শাহানা রব্বানী তথ্য সচিব মর্তুজা প্রমুখ। দ্পুুর দুইটায় মন্ত্রীদের হ্যালিকাপ্টার জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামবে। পরে দুপুরের আপ্যায়ন শেষে বেলা আড়াইটায় জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে স্মরণ অনুষ্ঠানে যোগদান শেষে তারা ঢাকা ফিরে যাবেন। বর্তমান সরকারের শাসনামলে এই প্রথমবারের মতো জগন্নাথপুরে পূনাঙ্গমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী জগন্নাথপুরে আসছেন। এছাড়াও জগন্নাথপুরের সৈয়দপুরে গ্রামে অর্থমন্ত্রীর মামার বাড়ি থাকায় তাকে ঘিরে জগন্নাথপুরবাসীর মধ্যে অন্যরকম উৎসাহ বিরাজ করছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন উপলক্ষে জগন্নাথপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।