জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যমজ সন্তানের বাবা হওয়ার খবর আগেই পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফিফা কনফেডারেশন্স কাপে নিজ দেশ পর্তুগালের হয়ে খেলায় ব্যস্ত থাকায় সন্তানকে দেখতে পারেননি। সেমিফাইনালে চিলির কাছে ট্রাইব্রেকারে ৩-০ গোলে হেরেছে পর্তুগাল। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে রোববার মেক্সিকোর মুখোমুখি হবে তারা। তবে ওই ম্যাচে খেলবেন না রোনালদো। সদ্যজাত দুই সন্তানকে দেখার জন্য ছুটি নিয়েছেন তিনি। ছুটি নিয়েই সন্তানকে দেখতে ছুটে গেলেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার। যমজ দুই সন্তানকে কোলে নিয়ে ছবি তুললেন তিনি। সেটা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন রোনালদো। ছবিটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবি নিচে রোনালদো লিখেছেন, ‘আমার সন্তানের সঙ্গে প্রথম দেখা হওয়ায় অনেক খুশি। জীবনের দু’টি ভালবাসাকে স্পর্শ করে আমি আনন্দিত। ‘সারোগেট’-এর (গর্ভ ভাড়া) মাধ্যমে এই দুই সন্তানের বাবা হয়েছেন রোনালদো। তাদের মা কে তা এখনো জানা যায়নি। দুই সন্তানের একটি ছেলে ও একটি মেয়ে। তাদের নাম ‘এভা’ ও ‘মাতেও’। ৩২ বছর বয়সী রোনালদো বাবা হওয়ার স্বাদ আগেই পেয়েছেন। ৭ বছর বয়সী এক ছেলে রয়েছে তার। তবে তার মা কে তা এখনো জানা যায়নি। এতে রোনালদো এখন তিন সন্তানের জনক। রোনালদোর তিন সন্তানের মা কে তা এখনো অজানা। তিনি আরো এক সন্তানের জনক হবেন বলে স্প্যানিশ গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে। তার বর্তমান বান্ধবী জর্জিয়ানা রদ্রিগেজ। তিনি নাকি ইতিমধ্যে পাঁচ মাসের গর্ভবতী।
Leave a Reply