জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: রোনালদো ও নেইমারকে টপকে নতুন কীর্তি গড়েছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি।গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। এ নিয়ে চতুর্থবার পিচিচি খেতাব জিতে নিলেন মেসি। এদিন মেসির হাতে ট্রফি তুলে দেন আলর্ফাডো ডি স্টেফানো।
এর আগে ব্যালন ডি’ অর এর দৌড়ে দু’সপ্তাহ আগে মেসি হেরে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। তবে এফএফটি বর্ষসেরা পুরস্কারের পর এবার
২০১৬-১৭ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কারও জিতেছেন মেসি। রিয়াল তারকা রোনালদো এটি জিতেছেন তিনবার।
এছাড়া স্পেনের সবচেয়ে মূল্যবান ফুটবলার হিসেবে একই মঞ্চে বিশেষভাবে পুরস্কৃত করা হয় আন্দ্রেস ইনিয়েস্তাকে।
Leave a Reply