Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোগী সামলাতে হিমশিম খাচ্ছে বৃটেনের হাসপাতাল

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে যুক্তরাজ্য জুড়ে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ। সার্বিক পরিস্থিতিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। দক্ষিণ লন্ডনের হাসপাতাল কর্তৃপক্ষ রোগী বাড়ার বিষয়টিকে ব্যাখা করছে, ‘বাস্তব চাপ’ হিসেবে।

রোগী বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসেও। এমনই একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, লন্ডনে প্রতিদিন অন্তত ৮ হাজার রোগীর ডাক পাচ্ছে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। তারা রোগী গ্রহণ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য শুধু অ্যাম্বুলেন্স নয় বরং ‘৯৯৯’-এ ফোন করতে বলেছে।

যুক্তরাজ্যজুড়ে সর্বশেষ রোববার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫০১ জন। এবং এতে ৩১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যের কিছু অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। এতে হাসপাতালগুলোকে ‘তীব্র চাপ’ সামলাতে হচ্ছে। হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া ভাইরাস ছাড়াও সম্প্রতি ছড়িয়েছে ভাইরাসের নতুন ধরন। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয়েছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগও।

সুত্র-সমকাল

Exit mobile version