Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রুশ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা বিশ্বাস না করতে বলল ইউক্রেন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, পূর্ণ মাত্রায় ইউক্রেনে অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া। কিন্তু মার্কিন কর্মকর্তাদের এ অনুমান বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে ইউক্রেন।

মার্কিন কোনো কর্মকর্তার নাম উল্লেখ না করে শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে বলা হয়, কিয়েভ দখলে  এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পতনের জন্য দ্রুত অভিযান চালানো হবে। এ পরিস্থিতিতে ২৫ হাজার থেকে ৫০ হাজার বেসামরিক মানুষ প্রাণ হারাবেন; ২৫ হাজারের মতো ইউক্রেনের সেনাও মারা যাবেন এ ঘটনায়।

রোববার এ বিষয়ে কথা বলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। খবর আলজাজিরার।

টুইটারে তিনি লেখেন, আপনারা এ ধরনের ভবিষ্যদ্বাণী বিশ্বাস করবেন না। বিভিন্ন রাজধানীর পরিস্থিতি বিভিন্ন ধরনের। তবে, ইউক্রেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

তিনি আরও লেখেন, ‘আজ, ইউক্রেনের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় অভূতপূর্ব সমর্থন জানাচ্ছে এবং ইউক্রেনের জনগণের তাদের দেশের ওপর আস্থা রয়েছে। সুতরাং শত্রুদের উচিত আমাদের ভয় পাওয়া।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেন, এ সঙ্কটের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ এখনও রয়েছে।

ইউক্রেনের সীমান্তে রাশিয়ার প্রায় এক লাখ সেনা সমাবেশের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ আশঙ্কা করছে, মস্কো হয়তো কিয়েভে হামলা চালাতে পারে।

যদিও রাশিয়া ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু দেশটি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে।
মস্কো আরও একটি বিষয়ের নিশ্চয়তা চায়। সেটি হলো—সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো তার সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করবে। কিন্তু ওয়াশিংটন ও ন্যাটো রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

 

Exit mobile version