জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
প্রয়াত চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মাদ ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০শে নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার সিএমএম আদালতে গতকাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। শুনানিতে মামলার বাদীপক্ষ কিছু দিন আগে আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবির ভিডিওবার্তাগুলোকে মামলার প্রমাণ হিসেবে গ্রহণ করার জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মাহমুদা আক্তার তদন্তকারী সংস্থা পিবিআইকে তদন্তের স্বার্থে রুবির ভিডিওগুলোকে আলামত হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের প্রধান আইনজীবী মো. ফারুক আহম্মেদ। কিছু দিন আগে সালমান শাহ হত্যা মামলার আসামি রাবেয়া সুলতানা রুবি আমেরিকা থেকে ভিডিও বার্তায় দাবি করেন সালমান শাহকে হত্যা করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Leave a Reply