স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জ -৩ আসনের হ্যাট্রিক সাংসদ সৎ,স্বজন রাজনীতিবিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহামান্য রাষ্টপতি আব্দুল হামিদ এর সাথে দেখা করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির সাথে দেখা করার সময় তার স্ত্রী জুলেখা মান্নান,ছেলে সাহাদাৎ মান্নান অভি উপস্থিত ছিলেন। এম এ মান্নান
শনিবার(৫ জানুয়ারী) দুপুরে বঙ্গভবনে পৌঁছেন এবং রাষ্ট্রপতিকে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের কাছ থেকে সুনামগঞ্জবাসীর খোঁজ খবর নেন।
উল্লেখ্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর সাথে দীর্ঘদিনের ঘনিষ্ট পারিবারিক সম্পর্ক রয়েছে। এম এ মান্নান চাকুরী জীবনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে রাষ্ট্রপতির সাথে সুসম্পর্ক গড়ে উঠে। দুই বছর আগে হাওর অঞ্চলে বোরো ফসল ডুবির ঘটনা ঘটলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে এম এ মান্নান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে সুনামগঞ্জে নিয়ে এসে কৃষকদের দুর্ভোগের চিত্র দেখান।