জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়াকে সহায়তা করলে চীনকে ‘কঠিন পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
কথিত রাশিয়ার ওই অনুরোধের বিষয়ে তারা কিছু জানেনা বলে জানিয়েছে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস।
মার্কিন কর্মকর্তারা বলছেন, চীন যদি ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধে রাশিয়াকে শক্তি যোগায়, তাহলে পরিণতি ভালো হবে না।
ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিনের মিত্র মস্কোকে দৃঢ় মৌখিক সমর্থন দিয়ে আসছে বেইজিং। কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে বলে জানা যায়নি।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সম্প্রতি চীনের কাছে ড্রোনসহ বিভিন্ন সামরিক উপকরণ চেয়েছে রাশিয়া। কিন্তু মস্কোর এই অনুরোধে চীন কী প্রতিক্রিয়া জানিয়েছে তা জানা যায়নি।