Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাশিয়ার দাগেস্তানে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে ২৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় টেলিগ্রাম বার্তায় জানায়, এ মর্মান্তিক ঘটনায় দুর্ভাগ্যবশত ২৭ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০২ জন আহত হয়েছে।

দাগেস্তান বিষয়ক রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটি টেলিগ্রামে জানায়, মাখাচকালা শহরের একটি পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে।

কমিটি জানায়, ‘গাড়ি মেরামতের কাজ চলাকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় পাশের বিভিন্ন ভবন এবং অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কমিটি আরো জানায়, এ ব্যাপারে একটি ফৌজদারি মামলা করা হয়েছে এবং আগুনের কারণ জানতে তদন্ত কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এবং ‘রিয়া নভোস্তি’ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে জানান, সোমবার রাত ১০টার কিছু সময় আগে ওই পেট্রোল স্টেশন থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে দাগেস্তান সরকার এই মর্মান্তিক ঘটনায় ১৫ আগস্টকে শোক দিবস ঘোষণা করেছে।

Exit mobile version