আমিনলু হক ওয়ছে::ডেভিড ক্যামেরন সরকারের দ্বিতীয় মেয়াদে ‘ওয়ান নেশন’ শ্লোগান নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর ২৭ মে রাণী দ্বিতীয় এলিজাবেথ জাতির উদ্দ্যশ্যে ভাষণের মধ্য দিয়ে নতুন সরকারের সরকারের অফিসিয়াল কর্মদিবস শুরু হচ্ছে বৃহস্পতিবার। রানীর বক্তব্যের মধ্য দিয়ে ২৬ টি বিল আইন হিসাবে স্বীকৃত হল। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১৯৭৫ সালে ইউরোপিয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পর এবারই প্রথম ২০১৭ সালে অনুষ্ঠিত হবে গণভোট। যার মাধ্যমে ব্রিটেনের জনগণ ইউরোপিয় ইউনিয়নে থাকতে চায় কিনা জানা যাবে। ডেভিড ক্যামেরন ২০১৭ সালের মধ্যে ইউরোপিয় ইউনিয়নের বিষয়ে রেফারেন্ডাম এর ঘোষণা দিয়েছিলেন। ইমিগ্রেশন আরো কঠোর নীতি, অবৈধ ইমিগ্র্যান্ট ওয়ার্কারদের বেতন যাতে পুলিশ সিজ করতে পারে, সে ব্যাপারে পুলিশকে আরো অধিক ক্ষমতাও দেয়া হচ্ছে নতুন বিলে। স্ট্রাইকের ব্যাপারে নতুন করে পরিবর্তন আনা হচ্ছে। হিউম্যান রাইটস এক্টস বাতিল করে নতুন করে ব্রিটিশ বিল অব রাইটস আসছে।
সাত দিন এনএইচএস সার্ভিস এবং আরো ৫ হাজার জিপি নিয়োগের। নির্বাচনে বিজয়ী হয়েই প্রথম বক্তব্যে ক্যামেরন এই সব ওয়াদা করেছেন। রানী তাঁর ভাষণে তা উল্লেখ করেন। ‘লার্ন এন্ড আর্ন’র আওতায় বেকার তরুণদের জন্য নতুন কর্মসুচি।
হাউজিং বিলে ফার্স্ট টাইম বায়াররা ১ মিলিয়ন লোক যাতে রাইট টু বাই স্কীমের সুফল পাবেন। ৩০ ঘণ্টা পর্যন্ত কাজ করের আওতামুক্ত থাকবে। ক্যামেরন প্রমিজ করেছেন ইনকাম ট্যাক্স, ভিএটি, ন্যাশনাল ইন্সুরেন্স আগামী ২০২০ পর্যন্ত বৃদ্ধি পাবে না।
স্কটল্যান্ডের হলিরূডের সরকারকে আরো অধিক ক্ষমতা যেমন ক্রস পার্টি স্মীথ কমিশন এগ্রিম্যান্ট মোতাবেক ইনকাম ট্যাক্স রেইট, কিছু কিছু ওয়েল ফেয়ার রেইটস এবং ভিএটি নিয়ন্ত্রণের ব্যাপারে শেয়ার সংক্রান্ত ক্ষমতা দেয়া হচ্ছে।
হাউজ অব লর্ডসে রানীর আগমন উপলক্ষ্যে ব্রিটেনের ওয়েস্ট মিনিষ্টার এলাকার বিভিন্ন রাস্তায় যানবাহন বন্ধ করে দেয়া হয়েছিল। শহর জুড়ে ছিল প্রচণ্ড যানজট। সাধারণ মানুষ আগ্রহ নিয়ে বসে থেকেছেন টিভি সেটের সামনে। রানীর বক্তব্যে নতুন কি সংযোজন হয় তা জানতে।
Leave a Reply