Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ সেতুর ওপর পড়েছিল অটোরিকশা চালকের গলাকাটা লাশ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু এলাকা থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করে।

আজ রোববার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চালকের সুজিত দাস (৩০) । তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঘোপড়াপুর গ্রামের সোহাগ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানা যায়, রানীগঞ্জ বাজারের অটো স্ট্যান্ডের হয়ে একমাস ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। ঘটনার দিন বিকেলে তিনি তার গাড়ী দিয়ে উপজেলার সৈয়দপুরের উদ্দেশে যান। রাত ৯টার দিকে  স্থানীয় রানীগঞ্জ সেতুর ওপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। এখবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লেই রাতের শত শত মানুষ লাশটি দেখতে সেতুতে ভিড় করেন।

লোকজনের ধারনা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। সিএনজি গাড়িটিও পাওয়া যাচ্ছে না। অনেকে মনে করছেন, গাড়ীটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হয়তো তাকে হত্যা করা হতে পারে। এঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ভার করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই চালকের গাড়িটি ছিনতাইয়ের জন্য গলা কেটে তাঁকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে কোন শত্রুতার জেরেও এ হত্যাকাণ্ড হতে পারে।
 ওসি আরো বলেন, রানীগঞ্জ টোল প্লাজার সিসিটিভির ফুটেজের সাহায্যে ঘটনার মূল রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
Exit mobile version