রানীগঞ্জ প্রতিনিধি:: পহেলা সেপ্টেম্বর রানীগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে শহীদের স্মরণে এক স্মরণসভা সন্ধ্যায় রানীগঞ্জ বাজারস্থ শহীদ স্মৃতি পাঠাগারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ,যুবলীগ নেতা মোতাহির আলী,হুমায়ুন তালুকদার, ফখরুল ইসলাম,আব্দুল হালিম,রফিকুল ইসলাম আকন্দ,সুহেল মিয়া, আবুল কাশেম আকমল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিটু,ছাত্রলীগ নেতা হিবলু তালুকদার,শুভরাজ আলী প্রমুখ। সকালে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।