Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য’কে প্রবাসী সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” গরিব, দু:খী মেহনতী মানুষের সেবার কাজ করে যাচ্ছে। পাশাপাশি অত্র রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য,প্রতিষ্ঠাতা সদস্য’কে সংবর্ধনা দিয়ে আসছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র অফিসে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধিত অতিথিদের প্রদানের পূর্বে আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আব্দুর রহিম তালুকদার এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আপ্তাব উদ্দিন ।স্বাগত বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ-সভাপতি জগন্নাথ দাশ । সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য হাজী মোঃ আরজু মিয়া (যুক্তরাজ্য প্রবাসী) ।

সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য হাজী মোঃ রাজা মিয়া (যুক্তরাজ্য প্রবাসী)
সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য মোঃ মহিদুল হক (যুক্তরাজ্য প্রবাসী) ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ।

এ সময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক ও সংস্থা’র শুভাঙ্খীন দিদার তালুকদার,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ-সভাপতি জুবের উদ্দিন,সংস্থা’র সহ-সভাপতি জয়নাল আবেদীন,সংস্থা’র সহ-সভাপতি সাহেদ তালুকদার,সংস্থা’র অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থা’র প্রচার সম্পাদক জুবায়ের সাহেদ,সংস্থা’র সহ-প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাহদী,সংস্থা’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফরিদ মিয়া (স্বপন),সংস্থা’র পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইনুল ইসলাম,সংস্থা’র নির্বাহী সদস্য ইমন আহমদ,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সম্মানিত সদস্য মাসুদ রানা,সংস্থা’র সম্মানিত সদস্য শায়েক আহমেদ,সংস্থা’র সম্মানিত সদস্য সাকিব আহমেদ,আরো অনেকেই ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।

Exit mobile version