স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতার সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর সার্বিক ব্যবস্থাপনায় ও Spreeha,Jeco Foundation এর উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভার্ড চক্ষু হাসপাতাল ইকবাল নগর সুনামগঞ্জ এর পরিচালনায় ৬নং রানীগঞ্জ ইউনিয়ন, ৯নং পাইলগাঁও ইউনিয়ন, ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুইশত বিশ জন রোগী কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবং ছানী রোগী বাঁচাই করে বিনামূল্যে চোখের অপারেশন করার জন্য ৫৫ জন রোগী’কে ভার্ড চক্ষু হাসপাতাল ইকবাল নগর সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে ।বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন’য়ে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠান প্রদানের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদী এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর ২য় শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন রহমান সামিহা ।
স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র নির্বাহী সদস্য শফিনুর আলী ।প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আলাউর রহমান ঠাকুর,বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান, ভার্ড চক্ষু হাসপাতাল ইকবাল নগর সুনামগঞ্জ এর ম্যানেজার মোঃ নুর হোসেন, রাণীগঞ্জ কলেজের প্রভাষক মোঃ আবু খালেদ,রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিছলুর রহমান, রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ ফরিদ আহমদ ।
এ সময় উক্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার শুভাঙ্খীন রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান নুর,ভার্ড চক্ষু হাসপাতাল ইকবাল নগর সুনামগঞ্জ এর (এমও) ডাঃ মাহফুজ হোসেন,ভার্ড চক্ষু হাসপাতাল ইকবাল নগর সুনামগঞ্জ এর কাউন্সিল শেখ আফজল আহমদ,ভার্ড চক্ষু হাসপাতাল ইকবাল নগর সুনামগঞ্জ এর এস আর (পিও) মোঃ লালন আহমেদ,ভার্ড চক্ষু হাসপাতাল ইকবাল নগর সুনামগঞ্জের সুপারভাইজার আল-আমীন আহমেদ,রানীগঞ্জ উন্নয়ন সংস্থার শুভাঙ্খীন দিদার তালুকদার,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যনির্বাহী কমিটি’র সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাহি,সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থা’র সহ-ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মোঃ আপ্তাব উদ্দিন,সংস্থা’র সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ,সংস্থা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ রামিম,সংস্থা’র নির্বাহী সদস্য ইমন আহমদ,সংস্থা’র সম্মানিত সদস্য সাকিব আহমেদ,সংস্থার সম্মানিত সদস্য মোঃ জিয়া উদ্দিন,সংস্থা’র সম্মানিত সদস্য হুমায়ুন আহমদ প্রমূখ ।