স্টাফ রিপোর্টার-
রানীগঞ্জ উন্নয়ন সংস্থার ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০২৫ সালের নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংস্থা’র সম্মানিত সদস্য হাম্মাদ সাদী । স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার শিক্ষা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদি ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য,সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ জামান উল্লাহ মুক্তার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুন সমাজ সেবক ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থা’র সহ-প্রচার সম্পাদক মোঃ মিনহাজ,সংস্থা’র সহ-প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাহদী,সংস্থা’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফরিদ মিয়া (স্বপন),সংস্থা’র পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইনুল ইসলাম,সংস্থা’র সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ,সংস্থা’র সম্মানিত সদস্য সাকিব আহমেদ প্রমূখ ।
আলোচনা সভার পরিশেষে অতিথিবৃন্দ ও কার্যনির্বাহী কমিটি’র দায়িত্বশীল সদস্যবৃন্দ ও সম্মানিত সদস্যদের নিয়ে ২০২৫ সালের নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচন করা হয় ।