জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::শিক্ষক বাতায়নে চতুর্থ বারের মত সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ । গতকাল শিক্ষক বাতায়নে শ্রেষ্ট কন্টেন্ট নির্মাতা হিসেবে তাকে মনোনীত করা হয়। এর আগে আরো তিনবার শ্রেষ্ট কন্টেন্টে নির্মাতা মনোনীত হয়েছিলেন তিনি। উল্লেখ্য প্রধান শিক্ষক আব্দুস সামাদ বেশ কিছুদিন ধরে মাল্টিমিডিয়া বিষয়ে কাজ করছেন। ইতিমধ্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ট মাল্টিমিডিয়া বিদ্যালয়ের পুরস্কার এনে দিয়েছেন। অতি সম্প্রতি চুনারুঘাট উপজেলার একটি প্রতিনিধি দল মাল্টিমিডিয়া পাঠদান কাযক্রম পরিদর্শন করে গেছেন। চতুর্থ বারের মত সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সামাদ সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিণ্ন মাধ্যমে শিক্ষকরা অভিনন্দন জানিয়েছন।