স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সন্মেলন শনিবার রানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমাছ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লেঃ কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আবু হোরায়রা ছাদ মাষ্টার,জেলা বিএনপি নেতা এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির প্রথম সদস্য কবির আহমদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম খসরু, মুকিত মিয়া প্রমুখ সভায় সর্বসন্মতিক্রমে হাজী চাঁন মিয়াকে সভাপতি ও এডভোকেট আজমল হোসাঈন কে সাধারণ সম্পাদক করে রানীগঞ্জ ইউনিয়ণ বিএনপির কমিটি গঠন করা হয়।