Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হয়েছে। হাইকোর্টের রায়ে নির্বাচন স্থগিতাদেশ দেয়া হয়। আগামী ২৮ মে রানীগঞ্জ ইউনিয়নসহ উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও রানীগঞ্জ ইউনিয়নে সীমানা সংক্রান্ত আদালতের একটি মামলা থাকায় আজ হাইকোর্টের রায়ে রানীগঞ্জ ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। রানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজলুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনেছি নির্বাচন স্থগিত হয়েছে। আমি নির্বাচনী প্রচারনায় রয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানাব। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্ধয়ক মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের একজন আইনজীবি মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। এখনো আদেশের কপি পাওয়া যায়নি।

Exit mobile version