সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোর গর্ভবতী মায়ের ডেলিভারীর জন্য ডেলিভারী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের সংশ্লিষ্টদের হাতে সরঞ্জাম তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক ইউপি সচিব আব্দুল গফুরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ প্রতিনিধি কিশোর মিত্র, লায়লা বেগম, ইউপি সদস্য আব্দুল তাহিদ জুয়েল,মুক্তার মিয়া,মোঃ আবুল কাহার,ইউপি সদ্যসা মোছাঃ পিয়ারা হোসেন,মোছাঃ রূপতেরা বেগম প্রমুখ। সভায় রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি,নোয়াগাঁও,বাঘময়না ও শিবগঞ্জ বাজার কমিউনিটি ক্লিনিকে ইউনিয়ন পরিষদের অর্থায়নে গর্ভবতী মায়েদের সুবিধার্থে ডেলিভারীর জন্য ডেলিভারী সরঞ্জাম প্রদান করা হয়।