স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠুর মধ্যে সৃষ্ট বিরোধ শুক্রবার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে শেষ হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে ভূল বুঝাবুঝির বিষয়টি আপোষে নিস্পত্তি করে দেয়া হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁঈয়া, কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, রানীগঞ্জের প্রবীণ ব্যবসায়ী মকবুল হোসেন,ইউনিয়ণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলৗ ও ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠুর মধ্যে ভূল বুঝাবুঝির নিরসন করে দেয়া হয়। উল্লেখ্য গত ১৬ অক্টোবর রানীগঞ্জ বাজারে আওয়ামীলীগ দলীয় অফিসে বক্তব্য দেয়া নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী ও ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু বিরোধে জড়িয়ে পড়েন। এনিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর নিজ গ্রাম বাঘময়না ও ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি মিঠুর নিজ গ্রাম গর্ন্ববপুর গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।