সিন্ধুমনি সরকার.রানীগঞ্জ থেকে:: রানীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওয়ার্ড সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড সদস্য মোঃ মুক্তার মিয়া, প্রধান অতিথি
ছিলেন রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজলুল হক। ইউ,পি সচিব মোহাম্মদ
আব্দুল গফুর এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন। ইউনিয়ন পরিষদ গভ্যন্সস প্রকল্পের ফ্যসিলিলিটেটর খন্দকার রবিউল আলম নাসিম ৪,৫,ও ৬নং ওয়ার্ড সদস্য মোছাঃ
রুপতেরা বেগম, প্যানেল চেয়ারম্যান মোঃ মুকিত মিয়া, মোছাঃ পিয়ারা হোসেন,
পাইলগাঁও ইউ,পি সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্থ, মোঃ চাঁন মিয়া, মাওঃ নিজাম
উদ্দিন জালালী, মাওঃ ফজল, মোঃ আজমল হোসেন মিটু, মোঃ আবু তাহের মজনু,
হুমায়ূন আহমদ তালুকদার, মোঃ সুজাত মিয়া, প্রমুখ এতে জনসাধারনের বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব অনুষ্টিত হয়।
Leave a Reply