স্টাফ রিপোর্টার:: আসন্ন ৬ নং রানীগঞ্জ ইউপি নির্বাচনে শহীদুল ইসলাম রানার সমর্থনে যুক্তরাজ্যস্থ বেডফোর্ডে আজ এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ৷মতবিনিময় সভায় যুক্তরাজ্যের বেডফোর্ডে বসবাসরত রানীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। সভায় ইউনিয়ণ পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী শহীদুল ইসলাম রানার প্রতি সমর্থন আরোপ করে নৌকা প্রতীক পেলে তার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।