সিন্ধুমনি সরকার.রানীগঞ্জ থেকে- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ ইউনিয়নের গরিব দুঃস্থদের মধ্যে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কাযক্রম উদ্বোধন করেন। ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী ইউনিয়নের ৯টি ওয়াডের ২৬২ জন সুফলভোগী ভিজিডি কাডের আওতায় ২৫.৭১ কেজি করে চাল পাচ্ছেন। ভিজিডি চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর অফিসের সহকারী প্রকৌশলী শাহীন আহমদ,ইউপি সদস্য নাজমুল হাসান, মমরাজ হোসেন রাজ,জুয়েল মিয়া,ইউপি সচিব মুকুল পুরকায়স্থসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ পরিষদের সকল সদস্যবৃন্দ। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক জানান, সুশৃঙ্খলভাবে প্রতিটি ওয়াডের সুফলভোগীদের মধ্যে সুষ্ঠভাবে চাল বিতরণ করা হচ্ছে। স্ব স্ব ওয়াডের জনপ্রতিনিধিরা চাল বিতরণ নিজ নিজ দায়িত্বে তদারকি করছেন।